ঢাকা: সম্ভব হলে আজ দিনের মধ্যেই আগারগাঁওয়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের পাবলিক ওয়ার্ক ডিভিশন (পিডব্লিউডি) ডিভিশন-৩ এর ৮ নং সাব-ডিভিশনের পরিচালক মীর আব্দুর রউফ।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা পিডব্লিউডি’র ওই কর্মকর্তা এ কথা জানান।
মীর আব্দুর রউফ বলেন, যারা উচ্ছেদের আওতায় আছেন। তাদের গত তিন সপ্তাহ ধরে দফায়-দফায় তিনবার মালপত্র সরিয়ে নেওয়া জন্য নোটিশ করা হয়েছিলো। কিন্তু তারা এ বিষয়ে কোনো প্রস্তুতি নেননি। যে কারণে আজ এই অভিযান পরিচালিত হচ্ছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে পিডব্লিউডি’র কর্মকর্তারা শেরেবাংলা নগর থানার সামনে আগারগাঁও বাজার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১টায় চারটি বুলডোজার দিয়ে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিলো।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এনএইচএফ/টিআই
** আগারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে