দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে শিমুল সরকার নামে এক পরীক্ষার্থীকে ৩০ দিন এবং জারিন তাসনিম নামে অপর এক পরীক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
শিমুল সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘুগা গ্রামের রফিকুল সরকারের ছেলে এবং জারিন তাসনিম বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামের শামসুল আলমের মেয়ে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে এ ইউনিটের পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ ভবনের ৫৪১ নং কক্ষে এবং একাডেমিক ভবন-১ এর জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের ল্যাব থেকে অবৈধ ইলেকট্রনিক যন্ত্রসহ শিমুল ও জারিনকে আটক করে দায়িত্বরত পরিদর্শক।
পরে, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শিমুলকে ৩০ দিন ও জারিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমজেড