ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রয়াত শিল্পী রঘুনাথ চক্রবর্তীকে স্মরণ করলো উদীচী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, নভেম্বর ৩০, ২০১৫
প্রয়াত শিল্পী রঘুনাথ চক্রবর্তীকে স্মরণ করলো উদীচী

ঢাকা: বাংলার অন্যতম প্রাচীন চিত্রকর্মের মাধ্যম পটচিত্রের বিশিষ্ট শিল্পী অকাল প্রয়াত রঘুনাথ চক্রবর্তীকে স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভার শুরুতে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা।

এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক মতলুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এ পর্বে রঘুনাথ চক্রবর্তীর জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল, সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, চিত্রশিল্পী দিলদার হোসেন, উত্তম ঘোষ ও নাজির হোসেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কিরীটি রঞ্জন বিশ্বাস, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল এবং কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ ঘোষ।

১৯৬৯ সালের ১ নভেম্বর গাইবান্ধায় জন্ম নেওয়া রঘুনাথ চক্রবর্তী ছবি আঁকার ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব তার ভেতরের অনবদ্য প্রতিভার বিকাশ বা শিল্পীসত্ত্বার বহিঃপ্রকাশকে কখনোই বাধাগ্রস্ত করতে পারেনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২১ নভেম্বর শনিবার দিনগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী। তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।