ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাইকোর্টের সামনে প্রাইভেটকারের ধাক্কায় আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, নভেম্বর ৩০, ২০১৫
হাইকোর্টের সামনে প্রাইভেটকারের ধাক্কায় আহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক কনস্টেবলসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দু’জনের মধ্যে সিটিএসবির ওই কনস্টেবল (৫০) ছাড়া অপরজনের (৩০) পরিচয় জানা যায়নি।

তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা শাহবাগ থানার পুলিশ সদস্যরা বাংলানিউজকে জানান, বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় এ দু’জন গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তারা এ দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।