ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রমনায় চালককে অজ্ঞান করে সিএনজি নিয়ে গেল দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩০, ডিসেম্বর ১, ২০১৫
রমনায় চালককে অজ্ঞান করে সিএনজি নিয়ে গেল দুর্বৃত্তরা

ঢাকা: রাজধানীর রমনায় চালককে অজ্ঞান করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় বশির (৩০) নামে ওই চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রমনার সেগুনবাগিচা এলাকায় এনএসআই ভবন সংলগ্ন সড়কে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই চালককে অচেতন অবস্থায় পেয়ে ঢামেকে নিয়ে আসেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

পরে স্বজনদের খবর দিলে তারাই এসে জানান বশির সিএনজি চালান। তিনি যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় থাকেন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।