ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত হচ্ছে।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ৮টি সংগঠনের কনভেনিং কমিটির ডাকে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।



অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ আছে। যানবাহন চলছে না অভ্যন্তরীণ সড়কেও।

অবরোধের সমর্থনে সংগঠনের নেতাকর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। সকাল ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিন সংহতি দিবস ও ৭১ এর গণধর্ষণের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে ৮ সংগঠনের কনভেনিং কমিটি রোববার (২৯ নভেম্বর) একটি মিছিল বের করার চেষ্টা করে। অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নিরুপা চাকমা ও দ্বিতীয় চাকমাকে আটক করে পুলিশ।

আটক দুই নেত্রীকে সোমবারের মধ্যে মুক্তি না দিলে মঙ্গলবার আধাবেলা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।