ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাদুল্যাপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



রবিউল উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ওয়াজেদ মুন্সির ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে এলাকায় ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন তিনি।    

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে হিঙ্গারপাড়া এলাকায় একটি ফাঁকা মাঠে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস লাগানো রবিউলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরো বলেন, রবিউলের হাত ও অণ্ড কোষে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবিউল দীর্ঘদিন ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের নানা বাড়িতে বাসবাস করছিলেন। তিনি রামনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এজন্য দোয়া ও সমর্থন চেয়ে এলাকায় ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন তিনি।    

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।