জয়পুরহাট: জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারের একটি ফার্মেসিতে ডাকাতির সময় পুলিশের গুলিতে জিয়ারুল ইসলাম (২৫) ও রাজু মিয়া (৩৫) নামে দুই ডাকাত আহত হয়েছেন।
এ সময় মানিক (১৮) ও মাহমুদুল (১৭) নামে আরো দুই ডাকাতকে দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) রাত ৪টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাঁচশিরা বাজারে বন্ধন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-বগুড়ার সোনাতলা উপজেলার রাখাল কাজী তালতলা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালপুর গ্রামের আলী হোসেনের ছেলে রাজু মিয়া। তাদের মঙ্গলবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ডাকাতেরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আ. মান্নানের ছেলে মানিক হোসেন ও একই জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাট গ্রামের শহিদুল সরকারের ছেলে মাহমুদুল ইসলাম।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার রাত ৪টার দিকে পাঁচশিরা বাজারে বন্ধন সুপার মার্কেটের সিরাতুল ফার্মেসির তালা কেটে ছয়/সাতজনের একটি ডাকাত দল ভেতরে ঢুকে উন্নতমানের বেশ কিছু ওষুধ ব্যাগে তুলছিলেন। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তাৎক্ষণিক তারা কালাই থানায় অবগত করে। পরে ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এলে টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে জিয়ারুল ও রাজু গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থল থেকে অপর দুই ডাকাতকে আটক করা হলেও আরো দু’জন কৌশলে পালিয়ে যায়।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুস সোবহান জানান, দু’জনের ডান পায়ে একটি করে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ডাকাতি চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ