ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুকসুদপুরে অস্ত্র উদ্ধার, ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ডিসেম্বর ১, ২০১৫
মুকসুদপুরে অস্ত্র উদ্ধার, ইয়াবাসহ আটক ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে ইয়াবাসহ শাহান মোল্যা (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় তার বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।



আটক শাহান মোল্যা হরিরচর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে।

সোমবার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার হরিরচর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের এএসপি আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার হরিরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ পিস ইয়াবাসহ শাহান মোল্যাকে আটক এবং তার বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।