ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চিরিরবন্দরে হোমিও চিকিৎসককে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ডিসেম্বর ১, ২০১৫
চিরিরবন্দরে হোমিও চিকিৎসককে গুলি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর ইছামতি কলেজ এলাকায় বীরেন্দ্র নাথ রায় (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



বীরেন্দ্র নাথ রায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের বাসিন্দা।

দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন বীরেন্দ্র নাথ রায়। পথে ইছামতি কলেজের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালান দুর্বৃত্তরা। এতে একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।