ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে জলবায়ু পদযাত্রা ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, ডিসেম্বর ১, ২০১৫
নোয়াখালীতে জলবায়ু পদযাত্রা ও মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ন্যায্যতা ও সুবিচার হোক জলবায়ু চুক্তির প্রধান উপাদান-এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে জলবায়ু পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি পদযত্রা বের হয়।

পদযাত্রাটি জজ কোর্ট সড়ক প্রদক্ষিণ করে।

পরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন সংস্থা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- রাহা নব কুমার, আ ন ম জাহের উদ্দিন, অমল কৃষ্ণ অধিকারী, নুরুল আলম মাসুদ, অ্যাডভোকেট এবিএম আবদুল করিম ও সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।

বক্তারা বলেন, প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের বড় শহরগুলোতে জলবায়ু পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে জলবায়ু চুক্তিতে ন্যায্যতা ও সুবিচার এবং যারা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে সেসব মানুষের স্থায়িত্বশীল জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার দাবিতে এ পদযাত্রা ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।