ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করা মানবাধিকার লঙ্ঘন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করা মানবাধিকার লঙ্ঘন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সরকার ১৮ বছর ধরে পার্বত্যচুক্তি বাস্তবায়ন না করে মানবাধিকার লঙ্ঘন করছে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা পরিষদের কনফারেন্স কক্ষে দু’দিনের ‘মানবাধিকার সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ড. মিজান বলেন, সরকার পার্বত্যবাসীর সঙ্গে সমস্যা সমাধানে লিখিত চুক্তি করেছে। এটার রাষ্ট্রের অঙ্গীকার এবং এই অঙ্গীকার থেকে পিছিয়ে আসাটা প্রতারণা।

তিনি দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্যচুক্তি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সরকারকে দ্রুত চুক্তি বাস্তায়ন করে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানবাধিকার কমিশনের প্রতিনিধি খান রফিকুল ইসলাম এবং বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।