ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ ব্যক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ ব্যক্তি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীসহ তিনব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্য মহিদুল ইসলাম জানান, দুপরে বাস টার্মিনালে ব্যবসায়ী সেন্টু ও ২৮ বছর বয়সী আরেক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘এর মধ্যে সেন্টু কিছু কথা বলতে পারলেও অন্যজন সম্পূর্ণ অচেতন,’ যোগ করেন তিনি।

পুলিশের কনস্টেবল মহিদুল ইসলাম জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সেন্টুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি একজন কাপড় ব্যবসায়ী।

রাজধানীর একটি মার্কেট থেকে ২৫ হাজার টাকার কাপড় কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু টার্মিনালে তাকে অজ্ঞান করে অজ্ঞান পার্টির সদস্যরা সেগুলো নিয়ে গেছে।

তবে অজ্ঞান আরেক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

এদিকে ওই এলাকার রায়েরবাগের তেলের পাম্প থেকে অজ্ঞাত পরিচয়ে আরও এক ব্যক্তিকে উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, ডব্লিউজেড নামে ওই তেলের পাম্প থেকে অচেতন অবস্থায় একব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ব্যক্তির বয়স ৫৫ বছর হলেও নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এজেডএস/আরএইচএস/এমএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।