রংপুর: রংপুরে নাশকতার মামলায় ছাত্র শিবিরের সাত কর্মীকে ২০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ঠাকুরগাঁও জেলার মেদেহি হাসান ওরফে তৌহিদ ইকবাল সৌরভ (১৯), রবিউল ইসলাম (২০), মোস্তফা কামাল (২৩), আহসান হাবীব (২০), রংপুরের মিঠাপুরের মনোয়ার হোসেন (২৪), রংপুর সদরের জামিদুল ইসলাম আব্দুল্লাহ (২৪) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মইনুল ইসলাম (১৯)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ ও ১৯ মার্চ জামায়াতের ডাকা হরতাল চলাকালে নগরীর লালবাগ কলেজ রোডের অনি-অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই ছাত্রাবাস থেকে ককটেল, পেট্রোল ভরা বোতল, লোহার রডসহ দুই শিবির কর্মীকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনের নামে একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিচারক সাতজনকে ২০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার সময় আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কাওসার আলী।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ