মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালাকে বদলি করার প্রতিবাদে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মূল গেটের সামনে অবস্থান কমসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষকরা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২৫ নভেম্বর স্মারক মূলে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা’র স্থলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামকে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়।
এ খবর পেয়ে জেলার প্রাথমিক শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে জড়ো হতে শুরু করে।
জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলী আহসান বাংলানিউজকে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন।
মৌলভীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জু লাল দে ও সাধারণ সম্পাদক সুদীপ কুমার ভট্টাচায্য বাংলানিউজকে জানান, নবাগত জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বদলির আদেশ বাতিল করা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ