ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৪৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউনিস নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গাবতলী এলাকার শেখ জালালের ছেলে।

 ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনুসের সহকর্মীরা বাংলানিউজকে জানান, দুপুরে গেন্ডারিয়ার ডিআইটি এলাকায় একটি বহুতল ভবনের ছয়তলায় রড উঠানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।