ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ডিসেম্বর ১, ২০১৫
ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে ছবি: প্রতীকী

ঢাকা: ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) আসামি আরিফুল ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চান।

শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফুল বর্তমানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সার্কেল অফিসে কর্মরত আছেন।

গত ২৮ জুলাই ঢাকার ধামরাই থানার কালামপুর দক্ষিণপাড়া গ্রামের এক তরুণীর ঘরে ঢুকে একই গ্রামের আরিফুর ইসলাম অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

তরুণীটির চিৎকারে আশপাশের লোকজন এসে আরিফকে আটক করে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সে তার কর্মস্থলে চলে যান। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।