ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তাগাছায় জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, ডিসেম্বর ১, ২০১৫
মুক্তাগাছায় জেএমবি সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিকে (৩৫) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ-মাধ্যমকে এ তথ্য জানানো হয়।



র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার চেচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. মনজুর রহমান ও মো. যুবরাজ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।

আটক রফিকুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জঙ্গি সংক্রান্ত কার্যকলাপে অর্থায়নের জন্য তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতির একটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।