ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, ডিসেম্বর ১, ২০১৫
মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল এলাকা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত মেহেদী হাসান অংকন (২৭), হুমায়ুন কবির (২২) ও ইয়া রাসুল (২৫) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদী ঘেঁষা বানিয়াল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের তালিকাভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।