হবিগঞ্জ: ‘জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধুর ডাকে দেশবাসী মুক্তিযুদ্ধ করেছিলেন। বর্তমানে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন-যাপনের অধিকার নিশ্চিত করাও আরেকটি মুক্তিযুদ্ধ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল হবিগঞ্জে এক সভায় এ কথা বলেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর বাজারে মাধবপুর এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন ও পরিবেশ দূষণ বন্ধের দাবিতে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সুলতানা কামাল।
তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ধারাবাহিক উন্নতির কথা বলছি। কিন্তু সেটা মিথ্যা বলছি। এ এলাকার জনগণ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছেন। প্রতি সেকেন্ডে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। এ গণহত্যা চেষ্টার জন্য বিভিন্ন কোম্পানির অপরিকল্পিত শিল্পায়ন দায়ী।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ প্রেসক্লাকের সভাপতি শোয়েব চৌধুরী, সাহিত্যিক তাহমিনা বেগম গিনি ও স্থানীয় ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হোসেন মনু।
আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। সূচনা বক্তব্য রাখেন বাপার হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল জিতু সর্দার, শেখ মো. জাহাঙ্গীর, আফতাব উদ্দিন, মাওলানা শাহ আলম, রফিকুল ইসলাম বাচ্চু, এখলাছুর রহমান ও শহীদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর