ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
আশুগঞ্জ থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: সার প্যাকেটজাত করণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন সার ব্যবসায়ি ও ডিলাররা।

এজন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ৭৪৮জন ডিলার।



তাদের দাবি পাটের বস্তা ব্যবহারের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে প্লাস্টিকের বস্তায় সার প্যাকেটজাত করা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে থেকে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৭৪৮জন ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে।
 
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে দুপুরে আশুগঞ্জ ফেরিঘাটে জেলা সার সমিতির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া বকুল, সমিতির সদস্য বাবুল সরকার, নজরুল ইসলাম বকুল, নূর হোসেন ভূঁইয়া বাচ্চু, আওলাদ হোসেনসহ সার ডিলাররা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া বকুল বাংলানিউজকে জানান, পাটের বস্তায় সার প্যাকেটজাত করার ফলে এর গুণগত মান নষ্ট হচ্ছে। এজন্য কৃষক ও  ব্যবসায়িদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
 
তিনি অতি দ্রুত সার সরবরাহে প্লাস্টিকের বস্তা ব্যবহারের সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি দাবি জানান। তা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানো হবে বলে ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।