ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুর মেঘনায় ৫টি অবৈধ ড্রেজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, ডিসেম্বর ১, ২০১৫
চাঁদপুর মেঘনায় ৫টি অবৈধ ড্রেজার জব্দ

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার জব্দ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ ডিসেম্বর)  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।



সন্ধ্যায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ ড্রেজার জব্দ করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচটি ড্রেজার জব্দ করা সম্ভব হলেও এর সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ইতোমধ্যে জব্দকৃত ড্রেজার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।