যশোর: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল(বিবিআইএন) মৈত্রী মোটর র্যালি ১৮তম দিনে চার হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এখন যশোরে অবস্থান করছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় র্যালিটি যশোর সার্কিট হাউসে এসে পৌঁছায়।
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী পার হয়ে ফরিদপুর হয়ে দুপুরেই র্যালি মাগুরায় পৌঁছালেও জ্বালানি তেল বিভ্রাটের কারণে প্রায় ৬ ঘণ্টা মাগুরায় অবস্থান করে র্যালিটি। ফলে যশোর সার্কিট হাউসে দুপুরের লাঞ্চ করার কথা থাকলেও র্যালিটি সন্ধ্যা পৌনে ৭টায় এসে পৌঁছায়।
সেখানে খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যা সাড়ে ৭টার পর বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
র্যালিটি যশোরে পৌঁছালে জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান, যশোরের এনডিসি মো. নাজমুল আলম ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এরআগে, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁও থেকে রওয়ানা হয় র্যালিটি। সংসদ ভবন এলাকা হয়ে র্যালিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ফের সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি।
সকাল ৮টা ৫৫ মিনিটে সংসদ ভবন এলাকা থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র্যালিতে অংশ নেওয়া গাড়িগুলোর ফ্লাগ অফ করেন। এরপর বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতার উদ্দেশে একসঙ্গে যাত্রা করে ২০টি গাড়ি।
যাত্রাপথে সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যালিতে অংশ নেওয়া সদস্যরা। এরপর মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাটে ব্রেকফাস্ট করেন র্যালিতে অংশ নেওয়া সদস্যরা।
গত ০৪ নভেম্বর (শনিবার) ভারতের ওড়িশা প্রদেশে থেকে র্যালির যাত্রা শুরু হয়। প্রায় চার হাজার ২শ ২৩ কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে কলকাতায় পৌঁছাবে র্যালিটি। চার দেশের সরকারের সহযোগিতায় র্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস।
ভারত ছাড়া বাংলাদেশ, ভুটান ও নেপালের ১৪ জন প্রতিনিধি রয়েছেন এ র্যালিতে। প্রতিনিধি দলে রয়েছেন সবচেয়ে প্রবীণ সদস্য ওড়িশার এমএলএ ও কলিঙ্গ মটরস’র কর্ণধার প্রবীণ চন্দ্র ভাঁজ দেও।
এছাড়া বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় ও বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি