ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্তর-দক্ষিণ সিটিতে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, ডিসেম্বর ১, ২০১৫
উত্তর-দক্ষিণ সিটিতে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ভারী ও দামি যন্ত্রপাতি যৌথভাবে ব্যবহার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় অংশ নেওয়া একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী উদাহরণ টেনে বলেন হাইড্রোলিক ক্রেনসহ অনেক দামি যন্ত্রপাতি একস্থানে রেখে কিভাবে দুই সিটি কর্পোরেশনে ব্যবহার করা যায়, সে ব্যাপারে সমন্বয় কমিটি গঠন করতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয়ে এই কমিটি গঠন করতে হবে।

সূত্রটি জানায়, অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, অনেক ঠিকাদার অস্বাভাবিক কম দরে বেশি টাকার কাজ নিচ্ছে। কিন্তু কাজ শেষ করছে না তারা। ফলে উন্নয়ন ব্যহত হচ্ছে।

সভাসূত্রটি আরও জানায়, ক্রয় আইন বিধিমাল সংশোধনের জন্য একনেক সভায় পরিকল্পনা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।