ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় তিন নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, ডিসেম্বর ১, ২০১৫
আশুলিয়ায় তিন নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আশুলিয়ায় তিন নারীসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার বুড়িবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পারভিন, চাঁদনী বেগম, দিপা আক্তার ও সাইদুর রহমান সবুজ।

আর্মড পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পারভিনসহ তার অপর তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে পুলিশ সদস্যরা।

এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭’র সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বাংলানিউজকে বলেন, পারভিন ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

আটককৃত সবাইকে আশুলিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।