ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
রূপগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুর্বাচল উপ শহরের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে ৮৩টি বসতঘর গুড়িয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।



এছাড়া কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশে গড়ে অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

রাজউকের ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের নেতৃত্বে শতাধিক  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

তবে উচ্ছেদকৃত বাসিন্দারা অভিযোগ করেন, কোনো নোটিশ না দিয়েই অভিযান চালিয়েছে রাজউক। এতে তাদের বসতঘর, সবজি বাগান, কলাগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ নষ্ট হয়ে গেছে।

এদিকে, উচ্ছেদ অভিযান ও পুর্বাচল উপ শহর প্রকল্প পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন রাজউকের প্রজেক্ট পরিচালক আব্দুল আউয়াল, সহকারী পরিচালক উজ্জল মল্লিক, মনির হোসেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, নুরে আলম, পারভেজ, শাহিন জামান, আলমগীর হোসেন প্রমুখ।

মন্ত্রীর পরিদর্শনকালে বেলা সাড়ে ১১টার দিকে রঘুরামপুর এলাকার শতাধিক অধিবাসী তাদের প্লট বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাদের প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

রাজউকের ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, স্থানীয় অধিবাসীদের নোটিশ করার পরও তারা স্থাপনা সরিয়ে নেননি।

স্থাপনা সরিয়ে নিতে অধিবাসীদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।