ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিকের স্বাক্ষর জাল করে প্রতারণায় দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
জাপানি নাগরিকের স্বাক্ষর জাল করে প্রতারণায় দুদকের মামলা

ঢাকা: জাপানি নাগরিকের স্বাক্ষর জাল করে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত ৯টায় দুদকের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে গাজীপুরের টঙ্গী থানায় এ মামলা দায়ের করেন।



যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন- গাজীপুরের টঙ্গীর উইনসাম নিট কম্পোজিট লিমিটেড নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলাম ও চেয়ারম্যান মো. আলাউদ্দিন।

মামলা দায়েরের পর বাদী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
 
সূত্র জানায়, উইনসাম নিট কম্পোজিটের মালিক ছিলেন জাপানি নাগরিক জান সাতু, প্রকৌশলী আসাদ হোসেন, নূরুল হক তালুকদার এবং বিধান কৃষ্ণ ঘোষ। এদের মধ্য থেকে তিনজন ২০১১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেন। জান সাতুর অংশ অবিক্রিত থেকে যায়। তিন জনের শেয়ার কিনে নেন আমিরুল ইসলাম ও মো. আলাউদ্দিন।
 
সূত্র আরও জানায়, ৪৫ লাখ টাকার বিপরীতে জিনাত আফসানা নামে একজনকে অংশীদারিত্ব দিবেন বলেছেন আমিরুল ও আলাউদ্দিন। কিন্তু এ দুই আসামি জান সাতুর স্বাক্ষর জাল করে জিনাত আফসানার কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে মামলা দায়ের করে দুদক।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।