ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ফরিদপুরে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপন

ফরিদপুর: ১ ডিসেম্বর (মঙ্গলবার) ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপন উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন ও বিভিন্ন সমাবেশ কর্মসূচি পালন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধারা।



উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, নজরুল ইসলাম জামাল, আবদুল গাফফার, শামসুদ্দিন ফকির, কমলেশ চক্রবর্তী, সিদ্দিকুর রহমান, অধ্যাপক আব্দুর রশীদ, আব্দুর রহমান ফকির, এম এ গফফার প্রমুখ।

মানববন্ধন শেষে তারা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।  

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ১ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল স্বাধীন হতে শুরু করে। সেই জন্য এই দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সরকার অনুমোদন না দিলেও এরপর থেকেই ডিসেম্বর মাসের প্রথম দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।