ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৬ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৬ বাংলাদেশি

লালমনিরহাট: ভারতের কারাগারে দুই বছর সাজা খাটার পর দেশে ফিরছেন ৬ জন বাংলাদেশি।

মঙ্গলবার (১ডিসেম্বর) বিকেল ৫টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ভারতীয় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ সদস্যরা।



ফেরত আসা বাংলাদেশিরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বটতলী এলাকার বংশের আলীর ছেলে নবী হোসেন (১৮), একই এলাকার নাদু শেখের ছেলে ইয়ার হোসেন (২২), ভবেশ্বর রায়ের ছেলে হরিদাস রায় (২৩), নিশি কুমার রায়ের ছেলে শ্যামল কুমার রায় (১৮), বগুড়ার আদমদীঘি উপজেলার মোহাম্মদ আলেক মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৮) ও একই জেলার দুপচাচিয়ার আমজাদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২০)।

অবৈধভাবে কোচবিহার জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশের অপরাধে ওই ৬ বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী ‍বাহিনী (বিএসএফ)। পরে ভারতীয় আদালত তাদের দুই বছর করে কারাদণ্ডের নির্দেশ দেয়।
 
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী ওই ৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।