ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মানবপাচার চক্রের দুই সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
আশুলিয়ায় মানবপাচার চক্রের দুই সদস্য আটক ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার একটি মার্কেটের সামনে থেকে মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক  করেছে র‌্যাব।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অফিস এলাকার একটি মাকের্টের সামনে থেকে দুই তাদের আটক করা হয়।



আটকরা হলেন- ইলিয়াস হোসেন ও মতিয়ার।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সুপ্রভাত (সিপিসি-২) এর পক্ষ থেকে জানানো হয়- মোকলেসুর রহামান নামে এক ব্যক্তিকে দুবাই পাঠানোর কথা বলে কৌশলে ভারতের ব্যাঙ্গালুরের একটি হোটেলে ৬৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় অভিযুক্ত মতিয়ার। মোকলেসুর বিষয়টি মোবাইলফোনে তার ভাই আলামিনকে জানায়।

আলামিন বিষয়টি ৠাব অফিসে জানালে তার অভিযোগের ভিত্তিতে ৠাব অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইলিয়াসকে ৠাব ছেড়ে দিলেও মতিয়ারকে আটক রেখেছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।