ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কূটনৈতিক কোরের ডিন হলেন মিশরের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, ডিসেম্বর ২, ২০১৫
কূটনৈতিক কোরের ডিন হলেন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত

ঢাকা: কূটনৈতিক কোরের ডিনের (ডিন অব ডিপ্লোমেটিক কোর) দায়িত্ব নিলেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) মাহমুদ ইজ্জাতের হাতে দায়িত্ব হস্তান্তর করেন ওই দায়িত্বে থাকা বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।


 
২০১১ সালে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হওয়া রবার্ট গিবসন গত আগস্টে ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের কাছ থেকে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূতদের ডিপ্লোম্যাটিক কোরের ডিনের দায়িত্ব নিয়েছিলেন। ডিসেম্বর মাসের শেষের দিকে রবার্ট গিবসনের বাংলাদেশ ছাড়‍ার কথো রয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
জেপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।