চান্দিনা (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় গাড়িতে রড ছুড়ে ডাকাতিকালে কামাল হোসেন (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতদের ছুরিকাঘাতে গাড়ির মালিক ব্যবসায়ী রামচন্দ্র দত্ত গুরুতর আহত হন।
আটক ডাকাত কামাল হোসেন উপজেলার কুটুম্বপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। আহত ব্যবসায়ী রামচন্দ্র দত্ত কুমিল্লার কান্দিরপাড় এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ব্যবসায়ী রামচন্দ্র দত্ত ঢাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে নিজের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৯৭২০) যোগে কুমিল্লায় ফিরছিলেন। রাত অনুমান সাড়ে ১১টায় প্রাইভেটকারটি খাদঘর এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ডাকাতদল গাড়িতে রড ছুড়ে মারে।
এসময় বিকট শব্দে চালক গাড়ি থামাতেই ৮-১০জনের ডাকাতদল অস্ত্র নিয়ে কারটি ঘিরে ফেলে। চালক গাড়ির দরজা না খোলায় ডাকাতদল গাড়ির গ্লাস ভেঙ্গে মালিক রামচন্দ্র দত্তকে ছুরিকাঘাত করে নগদ ৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল মহাসড়ক ছেড়ে খোলা মাঠের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ধাওয়া দিয়ে ডাকাত কামালকে আটক করি।
এদিকে আহত ব্যবসায়ীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ব্যাপারে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান এসআই মনির।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস