দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর ইছামতি কলেজ এলাকায় বীরেন্দ্র নাথ রায় (৫৫) নামের এক হোমিও চিকিৎসকের ওপর গুলি বর্ষনের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বীরেন্দ্র নাথ রায়ের ছেলে কমল রায় বাদী হয়ে দিনাজপুর চিরিরবন্দর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেন।
ঘটনার জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান ওসি।
সোমবার (৩০ নভেম্বর) ফার্মেসী বন্ধ করে বাড়ি ফেরার পথে ইছামতি কলেজের সামনে বীরেন্দ্র নাথ রায়ের ওর হামলার ঘটনা ঘটে।
বীরেন্দ্র নাথ রায়ের উপর হামলার পর উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত টহল দিচ্ছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস