সাভার (ঢাকা): রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
বুধবার (০২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই এলাকায় ডেকো গ্রুপের প্রতিষ্ঠান ডেকো এক্সেসরিজ লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতের ডিউটি শেষে কর্মস্থল থেকে যাওয়ার সময় কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান শ্রমিকরা।
খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ও পরে আগন ছড়িয়ে পড়লে রাজধানীর মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, কারখানার অগ্নিকাণ্ডের কারণ তদন্ত ছাড়া বলা যাবে না।
কারখানার শ্রমিকরা বাংলানিউজকে জানান, কারখানার পলি সেকশন থেকে আগুনের সূত্রপাত হয় এবং সেখানে অতিরিক্ত দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে যায়।
আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে সিনিয়র জেনারেল ম্যানেজার রেজা মোহাম্মদ শিহাব উদ্দিন কোনো কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমএ/