ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মিলন নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার ভোরের দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন সদর উপজেলার চকলামপুর এলাকার আবদুস সালামের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস বাংলানিউজকে জানান, ভোরর দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা র‌্যাবের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। আধঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রামচন্দ্রপুরহাট সংলগ্ন চকলামপুরের একটি আম বাগানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলভার, ৬ রাউন্ড গুলি এবং ৪টি ককটেল উদ্ধার করে র‌্যাব। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, পুলিশের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির নাম মিলন। তার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।