ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, ডিসেম্বর ২, ২০১৫
চাঁদপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের ইলিশ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।



পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে এনজিও সমন্বয় পরিষদ।

পরিষদের সভাপতি রাজ্জাকুল হায়দার খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও পরিষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, চাঁদপুর কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থার নির্বাহী পরিচালক মো. সেলিম পাটওয়ারী, মিশুকের নির্বাহী পরিচালক এন.এম. জাহাঙ্গীর, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, চাঁদপুর সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক রিয়াজ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।