ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তি চুক্তির বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
শান্তি চুক্তির বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছর পূর্তি।

এ উপলক্ষে বুধবার (০২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউনহল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তির পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মজিদ আলীসহ সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিরা নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  যোগ দেন।

এদিকে বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে চুক্তির বর্ষপূতি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।