সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে পাঁচ বাংলাদেশি গরুর রাখাল আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২ ডিসেম্বর) ভোরে জেলার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তারের ছেলে রিপন (২৫), শামীম হোসেনের ছেলে গোলাম (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও রুহুল আমিন (৪০)।
স্থানীয়রা জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা গরু রাখালদের ধাওয়া করে। এসময় ওই পাঁচ গরু রাখালরা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরাও ভেতরে ঢুকে তাদের মারধর করে। এতে তারা মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ