ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাকিস্তান থেকে প্রাপ্য সম্পদ ফিরিয়ে আনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, ডিসেম্বর ৬, ২০১৫
পাকিস্তান থেকে প্রাপ্য সম্পদ ফিরিয়ে আনার দাবি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম

ঢাকা: পাকিস্তান থেকে বাংলাদেশের প্রাপ্য সব সম্পদ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তিনি দাবি জানান।



জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানীর যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজনে করে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দুই দেশ একসঙ্গে থাকাকালে তাদের কাছে আমাদের যে সম্পদ পাওনা হয়েছিল, সরকারকে সেসব প্রাপ্য সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক ভাসানীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও জাতীয় গণতান্ত্রিক লীগ নেতা এম এ জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআইকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।