ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হানাদারমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
হানাদারমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: হানাদারমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে মুক্তিযোদ্ধারা একটি র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উজির আলী হাইস্কুল মাঠে গিয়ে এক আলোচনা সমাবেশে যোগ দেন।



জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।