ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গাজীপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় গাজীপুরে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ ১৩ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।



সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, গাজীপুর মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস নেজবাহার বেগম, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রণব কুমার রায় প্রমুখ।

সভায় জেলা পর্যায়ে ৫ জন, গাজীপুর সিটি কর্পোরেশন পর্যায়ে ৫ জন ও সদর উপজেলা পর্যায়ে ৩ জন জয়িতাকে সম্মামনাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

সম্মামনাপত্র ও ক্রেস্ট প্রাপ্তরা হলেন, জেলা পর্যায়ে আঞ্জেলা গমেজ, সৈয়দা মাহমুদা মুক্তা, রহিমা খাতুন, হোসনেয়ারা সিদ্দিকী জুলি, বেগম কামরুচ্ছাবাহ।

গাজীপুর সিটি কর্পোরেশন পর্যায়ে, বাহারজান তাসলিমা নয়ন, হেনা আক্তার, হোসনেয়ারা সিদ্দিকী জুলি ও বেগম কামরুছছাবাহ।

সদর উপজেলা পর্যায়ে, শ্রী মতি শিখা রানী দাস, মোসা. তাসলিমা  ও মোছা. রহিছা বেগম।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।