ঢাকা: ‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’- এই স্লোগানকে ধারণ করে আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক সম্মেলন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন।
অসংখ্য জনপ্রিয় লোকগানের স্রষ্টা নিভৃতচারী আমান উল্লাহ গায়েনকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়ে বাংলার আবহমান সংস্কৃতিকে সবার সামনে নতুন করে তুলে ধরার প্রয়াস নিয়েছে উদীচী।
লোকশিল্পী আমান উল্লাহ গায়েন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক শান্তনু কায়সার এবং সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির হামলায় নিহত গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী রাজীব হায়দারের বাবা ডা. নাজিম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আইএ