ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২) । গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭) ।
২৬ নম্বর ওয়ার্ড ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) ও ২৬ নম্বর ওয়ার্ড, ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫)।
আরও রয়েছেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭)।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহ- সভাপতি মো. সোলেমান (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪), টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলামও (৫৪) গ্রেপ্তার হয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিটের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭), ঢাকা মহানগর ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. সজিব খান (৩৩), ঢাকা মহানগর দারুসসালাম থানার ৬ নম্বর ইউনিট ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) ও কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়াকেও (৫৬) গ্রেপ্তার করেছে ডিবি।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ডিবি-উত্তরা বিভাগ মিরপুর মডেল থানা এলাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াসকে গ্রেপ্তার করে।
বিকেল ৫টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার মাস্কট প্লাজার সামনে থেকে শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুর ১টার দিকে লালবাগ থানার লালবাগ কেল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. মাহমুদ দেওয়ান শিপুকে গ্রেপ্তার করে ডিবি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালবাগ শহীদ মাজাদ এলাকা থেকে মো. জামিল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ। সন্ধ্যা ৭টার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে কায়সার আহম্মদকে গ্রেপ্তার করে।
মো. সোলেমানকে রাত আনুমানিক ৮টার দিকে তুরাগ থানার ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ডিবির পৃথক দল।
সোমবার পৌনে ১২টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ইকরামুল হাসান রুবেলকে গ্রেপ্তার করে। এর আগে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১১ এলাকা থেকে কাজী অলিদ ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁকে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির পৃথক দল।
সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি-লালবাগ বিভাগের একটি দল কোতোয়ালি থানার রাধিকা মোহন বসাক লেন এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব খানকে গ্রেপ্তার করে। পরে রাত ১২টার দিকে দারুসসালাম থানা এলাকা মো. আসলাম খানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। আর হিরু মিয়াকে সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসসি/আরএইচ