রাজশাহী: রাজশাহীর বাগমারায় পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে পুলিশের ওই কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, উপজেলার যোগীপাড়া ইউনিয়নের রসুলপুর মোড়ের চা বিক্রেতা ফারতুলের দোকানে কয়েকদিন আগে টাকা চুরি হয়। এ ঘটনায় ফারতুল স্থানীয় আব্দুল লতিফ নামের এক যুবককে সন্দেহাতীত মারধর করেন। মার খেয়ে আব্দুল লতিফ দোকানদার ফারতুলকে আসামি করে উপজেলার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে ওই ঘটনায় দু’পক্ষের মধ্যে ফের মারামারি হয়। পরে থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ঘটনাস্থলে যান।
এক পর্যায়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আব্দুল করিম নামের ওই ব্যক্তি ঘটনাস্থলে পুলিশকে পরে আসার কারণ জিজ্ঞেস করেন এবং বাড়াবাড়ি না করে ফিরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলামকে এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আব্দুল করিম। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুরের চেষ্টা চালান।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের ওই কর্মকর্তা আব্দুল করিমসহ দুই জনের বিরুদ্ধে তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে ঘটনার সত্যতা পাওয়ার পর রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের নির্দেশে করিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসি মতিয়ার রহমান মামলার দায়ের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগ গুরুতর। বর্তমানে অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস/ওএইচ/জেডএস