ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোকেয়া দিবসে বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
রোকেয়া দিবসে বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা

ঢাকা: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলা ও উপজেলায় মনোনীত নারীদের জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।



বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

চাঁদপুর: জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সকাল ১০টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জেলা মহিলা বিয়ষক কর্মকর্তার সভাপতিত্বে আলোচিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ: সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা হয়।

মেহেরপুর: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপকারভোগীসহ শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আলোচনা সভার আয়োজন করা হয়।

নাটোর: সকালে সিংড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা কৃষি ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সমাজের উন্নয়নে ভূমিকা রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়।

সাতক্ষীরা: দুপুর ১২টায় সাতক্ষীরা মহিলা সংস্থার উদ্যোগে সভার আয়োজন করা হয়। বক্তারা বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সকালে নারীদের অংশগ্রহণে একটি র‍্যালিটি বের হয়। পরে দুপুরে  উপজেলা মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর সভার আয়োজন করে।

সভায় ৫টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জয়িতার হাতে সম্মাননা‍র ক্রেস্ট  তুলে দেওয়া হয়। বরিশাল: দুপুর ১টায় নগরীর অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে সম্মাননা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মানান ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

ভোলা: সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসন এবং ব্র্যাকের সহযোগিতায় শহরে একটি  র‌্যালি বের হয়।

র‌্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজের মেয়েরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে জেলা পর্যায়ে ৫ জন নারী ও সদর উপজেলা পর্যায়ে ৫ জন নারীকে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

ধুনট (বগুড়া): দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে তাদের উপজেলার ৫ জন জয়িতাকে সম্মানান ক্রেস্ট দেওয়া হয়।

এরআগে সকালে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম: দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোকেয়া দিবস উপলক্ষে জেলার ৯ জন জয়িতাকে সম্মাননা জানানো হয়।

পাথরঘাটা (বরগুনা): বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

বদরগঞ্জ (রংপুর): সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের আয়োজনে উপজেলা হলরুমে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় নেওয়া হয়। পরে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫ 
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।