ঝালকাঠি: ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসায় ভাঙচুর চালানোর অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার নয় ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ছাত্ররা হলো- দাখিল পরীক্ষার্থী সোলেমান, আব্দুস সাকুর, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ, বশির সিকদার, রকিবুল নবী ও রফিকুল ইসলাম।
এর আগে, সকালে মাদ্রাসার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদী হয়ে মাদ্রাসা কক্ষ ভাঙচুরের অভিযোগে ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) ওই মাদ্রাসার আরবি শিক্ষক তাজুল ইসলাম দাখিল পরীক্ষার্থী আব্দুস সাকুরকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করেন। খবর পেয়ে তার সহপাঠীরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসার প্রশাসনিক ও আবাসিক ভবনে ভাঙচুর চালায়।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
এমজেড