রাজশাহী: দীর্ঘ দিন গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করতে ব্যর্থ হওয়ায় আদালতের কারণ দর্শানো নোটিশের জবাব দিতে আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর।
ওসির ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে ভবিষ্যতে দায়িত্ব পালনে সর্তক করে দেন আদালত।
বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (৫) বিচারক মোহাম্মদ ছানাউল্ল্যাহ চারঘাট থানার (জিআর- ৬৭/২০১৪) মামলার আসামি রিপনের বিরুদ্ধে দীর্ঘ দিন গ্রেফতারি পরোয়ানা তামিল না হওয়ায় মতিহার থানার থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ দেন।
এতে লিখিত প্রতিবেদনসহ ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য কোন তারিখে কী পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশের প্রেক্ষিতে বুধবার ওসি তার ব্যাখ্যা দিয়ে আদালতের কাছে ক্ষমা চান। পরে আদালত ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে ভবিষ্যতে সরকারি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্তক করে দেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস/এমজেএফ