ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলানিউজের সিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলানিউজের সিরাজ সেরাজুল ইসলাম সিরাজ

ঢাকা: বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ বছর সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাত থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।


 
বিদ্যুৎ খাত থেকে দেশের বাইরে টাকা পাচার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তার দুর্নীতি অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন সেরাজুল ইসলাম সিরাজ। ‍

এসব প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
 
এছাড়া বিদ্যুৎ  ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও অসংখ্য প্রতিবেদন করেছেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সিরাজ।

গত এক বছরে করা এসব প্রতিবেদনের জন্য তাকে ‘বিদ্যুৎ বিষয়ে সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫’ এ মনোনীত করা হয়।
 
২০০২ সালে দৈনিক সংবাদের রংপুর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন সেরাজুল ইসলাম সিরাজ। একই সময়ে তিনি রংপুরের সবচেয়ে প্রাচীন দৈনিক দাবানলেও নিজস্ব প্রতিবেদক ছিলেন।  

এরপর ২০১০ সালের দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে ঢাকায় কাজ শুরু করেন তিনি। ২০১১ সালের মে মাসে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন বাংলানিউজে।

বর্তমানে বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি পালন করছেন চিফ অব করেসপন্ডেন্টের (সিওসি) দায়িত্বও।
 
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।