ঢাকা: নারী নির্যাতন বন্ধে ভবিষ্যতের করণীয় নির্ধারণ নিয়ে আমরাই পারি জোটের দিনব্যাপী ‘কৌশল নির্ধারণী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ওইদিন জোটের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
বুধবার (০৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে দেশের ৪০টি জেলা থেকে আমরাই পারি জোটের জাতীয় ও জেলা কমিটির ৭০ জন সদস্য অংশ নেন।
কর্মশালায় আমরাই পারি’র চেয়ারপারসন ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, আমরাই পারি’র কো-চেয়ারপারসন শাহীন আনাম, অক্সফ্যামের প্রতিনিধি এমবি আখতার, জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, হেকস ইনটারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, গণ্যমাধ্যম ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া, চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দীন সেলিম, মানবাধিকার কর্মী ফৌজিয়া খন্দকার, শাহীন আক্তার ডলি প্রমুখ উপস্থিত ছিলেন।
সুলতানা কামাল বলেন, প্রতিটি নারী জীবনের কোনো না কোনো ক্ষেত্রে নির্যাতনের ভীতির মধ্য দিয়ে গেছেন অথবা শঙ্কায় থেকেছেন। আমরা চাই প্রতিটি নারীর জীবন হোক শঙ্কামুক্ত।
মানবতার কাছে প্রতিজ্ঞার বিষয় আছে উল্লেখ করে তিনি পারিবারিক নির্যাতন বন্ধে আমরাই পারি আন্দোলনের সঙ্গে চেঞ্জমেকার হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত আমরাই পারি জোটের এক গবেষণা তথ্য উপস্থাপন করেন জিনাত আরা হক।
‘আমরাই পারি’ বিশ্বের ১৫টি দেশে পরিচালিত একটি গ্লোবাল ক্যাম্পেইন। বাংলাদেশে ২০০৪ সাল থেকে ৫৫টি জেলায় কাজ শুরু সংস্থাটি।
পরবর্তীতে ২০১১ সাল থেকে স্বতন্ত্রভাবে দেশে পারিবারিক নির্যাতন প্রতিরোধে মানুষের মানসিকতা ও আচরণ পরিবর্তনে কাজ করে আসছে আমরাই পারি।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ/