ঢাকা: ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ১২,১৩ ও ১৪ ডিসেম্বর তিন দিনব্যাপী রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়াকে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ২২টি দেশের ৭০ জন বিদেশি প্রতিনিধি এবং দেশি এনজিও’র ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন বলেও জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়।
সম্মেলনের আয়োজন করে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
সম্মেলনে সহযোগিতা করছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং ইউনাইটেড ন্যাশনস পিস ফর দ্য ডিজেস্টার রিস্ক রিডাকশন।
প্রধান বক্তা হিসেবে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল।
বাংলাদেশ সময়: ১২০৭ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএমএ/বিএস